খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো: দেলোয়ার হোসেন হোনা (৩১) নামে এক মোটরসাইকেল চালক কে ভারতীয় মদসহ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। দেলোয়ার মাটিরাঙ্গা পৌর সভার ৯নং ওয়ার্ড মুসলিমপাড়া আবুল হোসেনের ছেলে।
আজ বুধবার ২১জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলার পলাশপুর এলাকা হতে ২৩ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানা সূত্রে জানা যায়, বেলছড়ির আমাবাগান হতে আম ভর্তি বস্তায় করে মাটিরাঙ্গায় খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাস কাউন্টারে মোটর সাইকেল যোগে ভারতীয় মদ নেওয়ার পথে গোপন সূত্রের ভিত্তিতে এস আই মাসুদ আলম পাটোয়ারী ও এএসআই কামরুল আরেফিন চৌধুরীর যৌথ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদ সহ তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যে কোন ধরনের অপরাধ প্রবনতা রোধে মাটিরাঙ্গা থানা পুলিশের কাজ করে যাচ্ছে।