মাটিরাঙ্গায় মটর সাইকেল ও পিকআপের সংঘর্ষে ক‌লেজ ছাত্র নিহত

NewsDetails_01

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মেটরসাই‌কেল ও পিক আপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ইউনুছ (১৮) না‌মে এক ক‌লেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাইক চালক আহত হয়েছেন।

আজ বুধবার (১২এপ্রিল) সকা‌লে উপ‌জেলার গোম‌তি ইউনিয়‌নের বান্দর ছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ইউনুছ মা‌টিরাঙ্গা সরকা‌রি ডিগ্রী কেলে‌জের ১ম বর্ষের ছাত্র ও‌ গোম‌তি গড়গ‌রিয়া সাহেব মিয়ার ছে‌লে।

NewsDetails_03

নিহ‌তের দুলা ভাই জানান, ভা‌বিকে ডাক্তা‌রের কা‌ছে নি‌য়ে যাওয়ার জন‌্য মোটর সাই‌কেল আন‌তে বন্ধু ইয়া‌ছিনের বা‌ড়ি থেকে মোটর সাই‌কেল নি‌য়ে আসার সময় প‌থিম‌ধ্যে পিক আ‌পের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষে চালকসহ গুরতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা ২ জন কে উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত ডাক্তার ইউনুছ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আহত মটর বাইক চালক ইয়া‌ছিন কে উন্নত চি‌কিৎসার জন‌্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রা হয়েছে। ঘটনার পর পিকআ‌পের চালক পলাতক র‌য়ে‌ছে।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ বলেন, নিহ‌তের মৃতদেহ থানায় আনা হ‌য়ে‌ছে। পরব‌র্তি আই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন র‌য়ে‌ছে।

আরও পড়ুন