মাটিরাঙ্গায় শ্রমিকের উপর হামলা, বিজিবি টহল জোরদার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয় তিন শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর বিরুদ্ধে। ঘটনায় আহত তিন শ্রমিক হলেন, স্থানীয় রেজু মিয়ার ছেলে মো: ইকবাল হোসেন (৪০), মো: কামাল হোসেনর ছেলে মো: রবিন হোসেন (২২) ও আলী আকবরের ছেলে মোঃ আব্দুল মহিন (ভিডিপি সদস্য)।
আজ বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোল্লা বাজার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জনান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগিরা নিজস্ব আম বাগানে আম পাড়তে গেলে ইউপিডিএফ এর সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়।
ভুক্ত ভোগিদের চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে ইউপিডি এফ এর সন্ত্রাসিরা পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে যামিনীপাড়া জোন (২৩বিজিবি) এর এমআই রুমে (চিকিৎসা কেন্দ্র) নিয়ে যায়।

যামিনীপাড়া জোন সূত্রে জানায়ায়, জোন কমান্ডার লে: কর্ণেল এ বি এম জাহিদুল করিম এর নির্দেশনা অনুযায়ী জোনের মেডিকেল অফিসার এবং মেডিকেল সহকারীদের সমন্বয়ে আহত ৩ জন বাঙ্গালি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পর পরই জোন সদর ও ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্পের সমন্বয়ে জেসিও’র নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার দায় অস্বীকার বলেন, ইউপিডিএফ এ ধরনের কোন ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অন্য কোন সংগঠন নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ঘটনা ঘটিয়ে তার দায় ইউপিডিএফের উপর চাপানোর চেষ্টা করছে।
এটি ষড়যন্ত্র বলে দাবী করেন তিনি পাহাড়ে মানুষকে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান।