মা‌টিরাঙ্গায় সা‌ড়ে দশ লাখ টাকার ডেঙ্গু পরীক্ষার কীটসহ আটক ৬

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ চোরাকারবারীকে আট‌কের ঘটনায় প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

আজ সোমবার (৫‌সে‌স্টেম্বর) দুপুরের দিকে মা‌টিরাঙ্গা থানা চত্ব‌রে প্রেস‌ব্রিফিং‌য়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গতকাল দুপুরের দিকে মাটিরাঙ্গার উপ‌জেলা প‌রিষ‌দের সামনে মাই‌ক্রোবাস থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরা কারবারীকে আটক করা হয়। একই স‌ঙ্গে অ‌বৈধ মালামাল বহনকারী মাইক্রো বাসটিকে (ঢাকা মেট্র-চ-৫৩-৬৫৫৪) ‌কে জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মালামা‌লের ম‌ধ্যে র‌য়ে‌ছে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীট ৩৯০০ পিস, প্লাস‌টি‌কের বড় ড্রপার ২৭০০‌টি, এ‌্যম্পুল ৯৮ পিস, প্লাস‌টি‌কের ছোট ড্রপার ১৩০০‌ টি। আটককৃত মালামা‌লের আনুমা‌নিক বাজার মূল‌্য দশ লাখ পঞ্চাশ হাজার টাকা।

আটককৃত আসা‌মিরা হলেন, মাটিরাঙ্গা মিস্ত্রী পাড়ার রবিউল ইসলাম (২৯), বড়নাল ইউনিয়নের মুহিম উদ্দিন(২৭), জাকির হোসেন (৩০), জাহাঙ্গীর আলম(২৯), মো: মাইনুদ্দিন(২৭) ও ম‌হিন উ‌দ্দিন (২৯)।

পু‌লিশ সুপার ব‌লেন, নাগ‌রিক সেবা নি‌শ্চিত করণে‌ চোরাকারবা‌রিসহ যে কোন অপরাধ দম‌নে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশের গো‌য়েন্দা তৎপরতাসহ সকল আইনগত কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারীপুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ ও‌সি (তদন্ত) মো: শ‌রিফ ও থানা কর্মরত পু‌লিশ সদস‌্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন