খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তৃণমূল উন্নয়ন সংস্থা (আস্থা) প্রকল্পের আওতায়, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমার সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রন্জিত ত্রিপুরা বক্তব্য দেন।
হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, নিরাপত্তা লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, এবং দুর্নীতির ঘটনাকে মোকাবেলা করে জনগণের অধিকার রক্ষা করা একই সাথে হুইসেল ব্লোয়িং দ্বারা সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন।
আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান বলেন, ইয়ুথ গ্রুপ সদস্যরা সামাজিক সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে ইয়ুথ গ্রুপের সদস্যরা সরকারী বেসরকারী সংস্থা তাদের আস্থা অর্জনের লক্ষ্যে যুবদের ঐক্যবদ্ধ করতে ইতিমধ্যে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গা উপজেলা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময়, আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।