মাটিরাঙ্গায় ২টি মোটরসাইকেলসহ চোরাকারবারি গ্রেফতার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬ বস্তা ভারতীয় মাছের খাদ্য ও ২টি মোটরসাইকেল সহ ২জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আজ শুক্রবার ২০ অক্টোবর সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার পূর্ব ধলিয়া থেকে এসব গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার তাইন্দং ইউপির উত্তর আচালং এর জাহিদুল ইসলাম প্রকাশ হোসেনের ছেলে তরিকুল ইসলাম (মামুন) ও একই এলাকার আলী হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (বাবু)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব ধলিয়া থেকে ৬ বস্তা ভারতীয় মাছের খাদ্য সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকারি দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।