মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলা উদ্বোধন

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় মহিলা সংস্থার অধীনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে লাল ফিতা ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মনজুর আলম।

NewsDetails_03

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলার প্রশিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে।

মূলত: নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। ৩ দিনব্যাপী আয়োজিত মেলায় রয়েছে ৩৫ টি স্টল। যেখানে নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনাসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।

আগামী (৪-৬) ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শণার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ।

আরও পড়ুন