শুক্রবার সন্ধ্যার দিকে তিনি খাগড়াছড়ির মাটিররাঙ্গা সরকারী বিভিন্ন প্রকল্পের দ্বৈততা পরিহারকল্পে নির্মিত প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, উপজেলা ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শনকালে এ সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি মাটিরাঙ্গার বিনোদনমূলক পার্ক জলপাহাড়, জলনীড় ও মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এমসয় তার সাথে চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী, উপ পরিচালক মো. মিজানুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মানিক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে দেখে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের ভুয়সী প্রশংসা করেন এবং উদ্ভাবনী কার্যক্রম জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার জন্য ইউএনও-কে উদ্ভাবন চর্চা অব্যাহত রাখার জন্য আহবান জানান।