মাটিরাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের উওর পাড়া এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্ল্যাহ।

এ সময় বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০এর ৪ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১)ধারায় আশরাফ উদ্দিনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্ল্যাহ বলেন,সরকার অনুমোদনহীন বালুর ঘাট ও অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলে তিনি জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।