মাটিরাঙ্গায় কার্তিক ত্রিপুরার হত্যাকারী আটক

NewsDetails_01

মাটিরাঙ্গার কার্তিক ত্রিপুরা হত্যাকারী ওসমান গণি আটক
মাটিরাঙ্গার কার্তিক ত্রিপুরা হত্যাকারী ওসমান গণি আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদিবাসী বৃদ্ধ কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়া (৬৫) এর হত্যার একদিনের মাথায় হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মো: ওসমান গণি (৩৫) নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো: ওসমান গণি গুইমারা উপজেলা হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক গ্রামের আবদুল জব্বার মাষ্টারের ছেলে। সে মাটিরাঙ্গার পলাশপুরের অদুরে ২নং রাবার বাগানের পাশে জাহিদ লিডারের বাগানের পাহারাদার বলে জানা গেছে। এদিকে শনিবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আকতার‘র আদালতে এ হত্যার দায় স্বীকার করেছে মো: ওসমান গণি।

NewsDetails_03

মামলার তদন্তকারী কর্মকর্তা মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, ঘাতক ওসমান গনিকে খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আকতার‘র আদালতে হাজির করা হলে সে কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়া (৬৫) এর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।

প্রসঙ্গত, একদিন নিখোঁজ থাকার পর গেল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গার পলাশপুর থেকে দুই কিলোমিটার দুরে দুর্গম পাহাড়ী এলাকা ২নং রাবার বাগান এলাকায় পাহাড়ের কেচিং থেকে মাটিচাপা দেয়া অবস্থায় উপজাতীয় বৃদ্ধ কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়া (৬৫) এর মস্তক বিহীন লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এঘটনায় নিহতের ছোট ছেলে উমলি ত্রিপুরা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়েরের পরদিন শুক্রবার দুপুরে পলাশপুর থেকে ঘাতক ওসমান গনিকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুন