মাটিরাঙ্গায় গাঁজাসহ একজন আটক

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে তিন কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ লিয়াকত আলী (৫৫) নামে একজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেলছড়ি ইউনিয়নের দেব মাস্টার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে লিয়াকত আলী কে আটক করা হয়। আটককৃত লিয়াকত আলী মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পশ্চিম গড়গড়িয়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।

মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানার এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মাদকের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।