মাটিরাঙ্গায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে আওয়ামীলীগ মনোনীত পাঁচজন, বিদ্রোহী একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর বেশ উত্তেজনাপুর্ণ নির্বাচন শেষে রাতে রিটার্নিং অফিসারগণ বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনের দিন মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘাতের খবর পাওয়া গেলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাটিরাঙ্গায় উপজেলার তাইন্দং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. পেয়ার আহাম্মদ মজুমদার ৫৪৬৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবীল পেয়েছেন ১০৬০ ভোট।
তবলছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভুঁইয়া ৫০৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ পেয়েছেন ৫০১০ ভোট। বড়নাল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ ২৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত মো. ইউনুছ মিয়া পেয়েছেন ২০৫৮ ভোট।
আমতলী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবদুল গনি নৌকা প্রতীক নিয়ে ৩১১১ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. জমির আলী ভূইঁয়া পেয়েছেন ১৮২৬ ভোট।
গোমতি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. তফাজ্জল হোসেন ৫০৮১ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ লিটন পেয়েছেন ২২১৭ ভোট।
বেলছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. তফাজ্জল হোসেন ৫৯১০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. মামুন মিয়া পেয়েছেন ৯১৮ ভোট। মাটিরাঙা সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হেমেন্দ্র ত্রিপুরা ৪০১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ত্রিপন জয় ত্রিপুরা পেয়েছেন ২১০০ ভোট।
মাটিরাঙ্গার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সাত জন ছাড়াও পাঁচ বিদ্রোহীসহ দশ জন মিলে ১৭জন, সাধারন ওয়ার্ডের সদস্য পদে বিপরীতে ২০১জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ৫৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন।