মাটিরাঙ্গায় পলাশপুর জোন কর্তৃক ভারতীয় গরু আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে আমতলী ইউনিয়নে ধনবাড়ি নামক স্থানে ২টি গরু ও ১টি বাছুরকে আটক করে বিজিবি।
আজ শুক্রবার ২২ জুলাই, বেলা ৩ ঘটিকার সময় ৪০ বিজিবি খেদাছড়া জোনের অধীনস্থ দেওয়ান বাজার বিওপির সুবেদার মোবারক হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে এসব গরু ও বাছুর আটক করে।
জানা যায়, পার্শ্ববর্তীদেশ ভারত থেকে এসব গরু বাংলাদেশে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত গরুগুলোকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১লাখ ৩০ হাজার টাকা।
আটককৃত গরুগুলো দেওয়ান বাজার বিওপিতে জমা রয়েছে বলে জানা যায়।