মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

NewsDetails_01

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ ১০ জানুয়ারি সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ’র দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন’র সঞ্চালনায়, আওয়ামীলীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খান’র সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী’লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী, যুবলীগ’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া, সেচ্ছাসেবক’লীগ সভাপতি বাবুল আহমেদ, ছাত্রলীগ সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল, িপৌর যুবলীগ’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ,পৌর ছাত্রলীগ’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

NewsDetails_03

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম পাড়ি দিয়ে স্বাধীনতা অর্জন করে একই সাথে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ, পৌর আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন ছাড়াও পৌর আওয়ামী’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে শহীদের রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম স্বপ্নের বাংলাদেশের মাটিতে পা রাখেন।

আরও পড়ুন