মাটিরাঙ্গায় বৈসু উৎসব পালিত

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈসু পালিত হয়েছে। ত্রিপুরা জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হলো বৈসু। এ উপলক্ষে মাটিরাঙ্গায় বৈসু শোভাযাত্রা ও গরিয়া নৃত্য অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি হতে শুরু হয়ে মাটিরাঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাটিরাঙা উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা সস্টুডেন্টস ফোরামের আয়োজনে বৈসু শোভাযাত্রার উদ্বোধন করেন মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল এএসএম মঞ্জুরুল কবীর, পিএসসি। এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বিটিকেএস’র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈসু শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য উপভোগ করেন অতিথিবৃন্দ।

একই সময়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক শাখা’র সভাপতি ভাগ্যধন ত্রিপুরার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মঞ্জুরুল কবীর, পিএসসি।

dhaka tribune ad2

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বিটিকেএস’র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এদিকে বৈসু উৎসবকে সামনে রেখে ত্রিপুরা জনগোষ্ঠির নানা বয়সী লোকজন বর্ণিল পোশাকে বাহারী সাজে সেজেছে। দিনভর বিভিন্ন বাড়িতে বাড়িতে চলবে গরিয়া নৃত্যসহ নানা অনুষ্ঠান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।