মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ৩ ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার ১৫ জানুয়ারি, দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব।
এ সময় পঁচা বাসি ও মেয়াদউর্ত্তীণ পণ্য রাখার দায়ে মাটিরাঙ্গা মাতৃ ভান্ডার, রহমানিয়া বেকারি নিউ ভাই ভাই রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩, ৩৭, ও ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে এসব প্রতিষ্ঠানের মালিকদের কে সতর্ক করে দেয়া হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব।