মাটিরাঙ্গায় মাধ্যমিকে পাশের হার ৮৩.৫১%, দাখিলে ৯৮.৬৫%

NewsDetails_01

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়ানুযায়ী সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

তাছাড়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক পর্যায়ে মোট ১৭৫৯ জন পরিক্ষার্থীর মধ্যে১৪৬৮ জন কৃতকার্য হয়। এদের মধ্য থেকে জিপিএ -৫ প্রাপ্ত পরিক্ষার্থী সংখ্যা ৪২ জন। শতকরা পাশের হার ৮৩.৫১% এবং দাখিল পর্যায়ে ১৪৯ পরিক্ষার্থীর মধ্যে ১৪৭ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়,জিপিএ- ৫ পায় ৪ জন। শতকরা মোট পাশের হার ৯৮.৬৫%।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২২১জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯২ জন। জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮ জন। শতকরা পাশের হার ৮৬.৮৮%।

তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয় ৩৬৪ জন পরিক্ষার্থী মধ্যে পাশ করেছে ৩০৯ জিপিএ- ৫ প্রাপ্ত ৩ জন। শতকরা পাশের হার ৮৪.৮৯%। গোমতী বিকে উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ২৬৬ জনের মধ্যে পাশ করেছে ১৭৬জন। জিপিএ -৫ পেয়েছে ৫জন। শতকরা পাশের হার ৬৬.১৬%। শান্তিপুর উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ১৫৩ জনের মধ্যে পাশ করেছে ১২৮জন। জিপিএ- ৫ পেয়েছে ৫জন। এছাড়াও শতকরা পাশের হার ৮৩.৬৬%।

আমতলী উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ৮৯ জন।তম্মধ্যে পাশ করেছে ৬৬ জন। জিপিএ- ৫ শূণ্য। শতকরা পাশের হার ৭৪.১৫%। তাইন্দং উচ্চ বিদ্যালয় মোট শিক্ষার্থী ২৩১জনর মধ্যে পাশ করেছে ২১৬জন। এছাড়াও জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১২জন। শতকরা পাশের হার ৯৩.৫১%।

NewsDetails_03

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মোট শিক্ষার্থী ৯৭জনের মধ্যে পাশ করেছে ৮৪ জন। জিপিএ- ৫ পেয়েছে ১ জন। শতকরা পাশের হার ৮৬.৫৯%। খেদাছড়া উচ্চ বিদ্যালয় মোট শিক্ষার্থী ১৪০জন। এর মধ্যে পাশ করেছে ১২৬জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২ জন। শতকরা পাশের হার ৯০%।

মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় মোট শিক্ষার্থী ১২৯জনে পাশ করেছে ১১৫জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন এছাড়া ও শতকরা পাশের হার ৮৯.১৪%। আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মোট শিক্ষার্থী ৬৯জনের মধ্যে পাশ করেছে ৫৮জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জনে। এ প্রতিষ্ঠানে শতকরা পাশের হার ৮৪.০৫%।

দাখিল পরিক্ষায়,মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা মোট শিক্ষার্থী ৪৫ জনের মধ্যে পাশ করেছে ৪৩জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এছাড়াও এ প্রতিষ্ঠানে শতকরা পাশের হার ৯৫.৫৫%। তবলছড়ি ইসলমিয়া আলিম মাদরাসা মোট শিক্ষার্থী ৪১জনের মধ্যে শতভাগ পাশ। জিপিএ-৫ শূণ্য। তাইন্দং মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মোট শিক্ষার্থী ৪৬ জনের মধ্যে শতভাগ পাশ। জিপিএ-৫ পেয়েছে ১জন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদরাসা মোট শিক্ষার্থী ১৮ জনের মধ্যে পাশ করেছে ১৭জন। জিপিএ-৫ শূণ্য। শতকরা পাশের হার ৯৪.৪৪%।

ফলাফল পর্যালোচনা করে শতকরা হিসেবে এসএসসি’র ফলাফলের চেয়ে মাদরাসা শিক্ষার্থীরা বেশ ভাল ফলাফল করেছে। মাটিরাঙ্গা উপজেলায় দাখিল পরিক্ষায় শতকরা ৯৮.৬৫% শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এছাড়া ও এবাবের মাধ্যমিক ও সমমানের পরিক্ষায় মাটিরাঙ্গা উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন শিক্ষার্থী।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো.মোহতাছিম বিল্লাহ্ বলেন, করোনা মহামারি শেষে অল্প সময়ের প্রস্তুুতি তে শিক্ষার্থীরা বেশ ভাল ফলাফল করেছে। আশাকরি এ ফলাফল তাদের ভবিষ্যত উচ্চ শিক্ষা লাভে সহায়ক হবে বলে মনো করেন তিনি।

প্রসঙ্গত,করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা।

আরও পড়ুন