মাটিরাঙ্গায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

NewsDetails_01

করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২২ মার্চ) বিকালের দিকে মাটিরাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা চত্বর, সিএনজি স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি।

NewsDetails_03

অভিযানে মাস্ক পরিধান না করায় মোটর সাইকেল চালক, পথচারী ও ব্যাবসায়ীসহ ১৮ জনকে ৩ হাজার দুই শত টাকা জরিমানা করা হয়। একই সাথে তিনি বিভিন্ন জনের মাঝে মাস্ক বিতরন করেন।

দেশে আবারও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে উল্লেখ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি জানান, করোনার সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান চালানো হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন