মাটিরাঙ্গায় মাস্ক পরিধান না করার দায়ে জরিমানা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও অমিক্রন সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক পরিধান না করার দায়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ১২ টি মামলায় ১২ জন পথচারিকে ১২ শত টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব এ আদালত পরিচালনা করেন। আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকালে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক মাস্ক পরিধান এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময়,মাস্ক পরিধান সহ হোটেল রেস্তোরাঁয় বসে খাবারের ক্ষেত্রে টিকার সনদ থাকা বাধ্যতামুলক মর্মে সকলকে সতর্ক করে দেয়া হয়।