খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউন্সিল টি সম্পন্ন হয়।
কাউন্সিলের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বক্তব্য দেন।
কাউন্সিলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মো: জহির উদ্দিন খন্দকার, জেলা মুক্তিযোদ্ধা সহ-কমান্ডার সাংগঠনিক হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন মিয়া, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মো: আ.হান্নান লিটন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য হাসানুল ইসলাম, সম্মেলন প্রস্তুুত কমিটির সভাপতি মো: সফিকুল ইসলাম।
কাউন্সিলে জেলা উপজেলা ও ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ ও সন্তান কমান্ডের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।
মো: হাসানুল ইসলাম কে সভাপতি, মো: নুর মোহাম্মদ কে সাধারণ সম্পাদক ও মো: আবু তালেব কে সাংগঠনিক সম্পাদক করে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়।