মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান খোলার দায়ে জরিমানা
বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যামান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে সতর্কতা জারি করে বার বার নির্দেশনা দেয়া হয়।
এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে গত সোমবার রাত ৯টার দিকে মাটিরাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
এ সময়, রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে ১৮৬০ এর ১৮৮ ধারায় ১১জন দোকানদারকে ১হাজার টাকা করে ১১হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্ক করে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।