খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ সেপ্টম্বর) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে উল্লেখ করে এসময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে জোনের ষ্টাফ অফিসার মেজর আব্দুলা আল ইউসুফ, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ,মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খাঁন এবং সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।