মাটিরাঙ্গায় ১৭৭ জনের মাঝে আর্থিক অনুদান বিতরণ

purabi burmese market

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ১৭৭ জন গরীব, অসহায় ও দু:স্থদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ‘র সভাপতিত্বে অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা সমাজসেবা অফিসার মো. বাদশাহ ফয়সাল। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা মাধ্যমিক অফিসার মীর মো. মোহতাসিম বিল্লাহ ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার নির্বাচিত ১৭৭ জন গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে নগদ তিন হাজার পাঁচশত টাকা করে এককালীন অনুদান তুলে দেন অতিথীরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।