মাটিরাঙ্গায় ১৭ তম কঠিন চীবর দান উৎসব

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে পালিত হয় বৌদ্ধ ধর্মালম্বীদের ১৭তম কঠিন চীবরদান।

আজ বৃহস্পতিবার ২০ অক্টোবর, মাটিরাঙ্গা বরঝালা মৈত্রী বিহারে অনুষ্ঠিত চিবর দান অনুষ্ঠানে বিমল তিষ্য ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্ব ধর্ম আলোচক হিসেবে সুবর্ন ভিক্ষু উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ স্ব-ধর্ম আলোচক ভদন্ত ধর্মপাল থের সহ অনেকে উপস্থিত ছিলেন।

NewsDetails_03

সকালে দেশে জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ পূর্ণার্থীরা বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধ রক্ষিত ভিক্ষুর নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধের উদ্দেশ্যে ফুল পুজা, বুদ্ধ পুজা, আকাশ প্রদীপ উৎসর্গ ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড (আহার) দানসহ নানাবিধ দান করেন।

বিকেলে ২য় পর্ব অনুষ্ঠানে বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে অত্র এলাকার বৌদ্ধ ধর্মাম্বলীর দায়ক দায়িকা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন