মাটিরাঙ্গায় ১ হাজার কৃষক পেল হাইব্রিড জাতের ধানের বীজ

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রবি/২০২১-২২ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে।

আজ রবিবার ৫ ডিসেম্বর দুপুরে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্ এর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করেন।

NewsDetails_03

এ সময় প্রতিজন কৃষককে ২ কেজি করে ১ হাজার কৃষকের মাঝে মোট ২ হাজার কেজি বিভিন্ন জাতের ধানের বীজ প্রদান করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত,উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন