খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার ৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর এলাকায় নতুন পাড়া, হাতিয়া পাড়া এবং ইসলামপুর এলাকায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন।
ভ্রম্যমান আদালত সূত্রে জানা যায়, ইটভাটায় ইট প্রস্তুতের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায়,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪৬ ধারায় ০৩ টি ইটভাটার মালিক যথাক্রমে: এবিএম(ABM), ইসলামপুর, নতুনপাড়ার নামক ইটভাটার মালিক কে এক লাখ টাকা। এসআরটি(SRT)নতুন পাড়া, হাতিয়াপাড়া, এক লক্ষ টাকা। আরআরআর(RRR) নতুনপাড়া ৭০হাজার টাকা করে সর্বমোট ২লাখ ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
আইনের তোয়াক্কা না করে ইট ভাটা চালু করে পরিবেশের মারাত্বক ক্ষতিকারীদের কোন ছাড় দেয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান,জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।