খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে লতিফের চর নামক স্থান থেকে ৬টি ভারতীয় গরু আটক করে বিজিবি।
গত মঙ্গলবার ২৪ জুলাই রাতে ৪০ বিজিবি খেদাছড়া জোনের অধীনস্থ বেলছড়ি বিওপির হাবিলদার মো: কামাল হেসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে মালিক বিহীন ছোট বড় ৬টি গরু ও বাছুর আটক করে।
জানা যায়, ভারত থেকে এসব গরু বাংলাদেশে আসতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত গরুগুলোকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুর মালিক পালিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। আটককৃত গরুগুলো বেলছড়ি বিওপিতে জমা রয়েছে।