মাটিরাঙ্গা ও গুইমারার পূজামন্ডপ পরিদর্শনে গুইমারা রিজিয়ন কমান্ডার

NewsDetails_01

মাটিরাঙ্গা ও গুইমারার পূজামন্ডপ পরিদর্শনে গুইমারা রিজিয়ন কমান্ডার
মাটিরাঙ্গা ও গুইমারার পূজামন্ডপ পরিদর্শনে গুইমারা রিজিয়ন কমান্ডার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগে. জেনারেল মো. কামরুজ্জামান, এনডিসি, পিএসসি-জি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দির পূজা মন্ডপ, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র ঘরজা ও সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে রিজিয়নের পক্ষ থেকে মিষ্টিসহ উপহার তুলে দেন। তিনি উৎসব পালনে আর্থিক অনুদান প্রদান করেন। দুর্গাপূজাকে সার্বজনীন উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়েরই নয়,সকল সম্প্রদায়ের উৎসবে পরিনত হয়েছে। স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তার সাথে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জিল্লুর রহমান, পিএসসি-জি, গুইমারা রিজিয়নের বিএম মেজর সালাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর তিনি গুইমারা উপজেলার দার্জিলিংটিলা ও ডাক্তারপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি সেখানে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন