মাটিরাঙ্গা পৌরসভায় পুনরায় মেয়র নির্বাচিত সামছুল হক
সদ্য অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২য় বারের মত জয়লাভ করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মাে. সামছুল হক। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৫৫ ভােট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মাে. জাহাঙ্গীর আলম মোবাইল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৮ ভােট। এছাড়া বিএনপি মনােনীত প্রার্থী মােঃ শাহাজালাল কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১০ ভােট।
এবারে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ড থেকে ৪০জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এবারের নির্বাচনে মােট ভােটার ১৮ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভােটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভােটার ৯ হাজার ১৫৯ জন।
নির্বাচনে ১৮ হাজার ৯৬৫ ভােটারের মধ্যে ১৩ হাজার ৪৬৩ জন ভােটার তাদের ভােটাধিকার প্রয়ােগ করেন। ৯টি ভােট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভােট গ্রহণ অনুষ্ঠিত হয়।