মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২৯ মে) মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ১কোটি ১৯ লক্ষ ৮৩হাজার ৯শ, টাকা।
এই বিষয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা বলেন, সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যথাসময়ে ট্যাক্স পরিশোধ করা, বাল্য বিবাহ রোধে সকলের সহাযোগিতা কামনা করছি।
ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরির্দশক দুলাল চন্দ্র বনিক, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেবর্ষি চাকমা, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ত্রিপুরা, গনচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাইপ্রু মার্মা, প্রমুখ বক্তব্য রাখেন।
বাজেট ঘোষনাকালে ৩নং ওয়ার্ডের সদস্য অমৃত কুমার ত্রিপুরা, ৫নং ওয়ার্ডের সদস্য দীপার মোহন ত্রিপুরা, ৪নং ওয়ার্ডের সদস্য সুমন এিপুরা, ২নং ওয়ার্ডের সদস্য শান্তিরঞ্জন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আপাই মগিনী, হারদি এিপুরা, কান বালা ত্রিপুরা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি মো:জাহাঙ্গীর, ইউপি সদস্যবৃন্দ, এনজিও কর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।