মাটিরাঙ্গা ৪০ বিজিবি কর্তৃক বিভিন্ন মানবিক সহায়তা
খাগড়াছড়ির মাটিরাঙ্গার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র জোন কমান্ডার কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী পাহাড়ী পরিবারের মাঝে ডেউটিন, সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ রোববার, ২৯ সেপ্টেম্বর, ১১ টার দিকে জোন সদরে অত্র জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক ১৬জন দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারের মাঝে ১১ বান ঢেউটিন, ০২টি সেলাই মেশিন, নগদ ৩৬ হাজার টাকা আর্থিক অনুদান, দূর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের জন্য ফুটবল ও গোলপোস্ট তৈরী করাসহ মোট আনুমানিক এক লাখ ৬০ হাজার ৯শত ৫ টাকার অনুদান প্রদান করা হয়।
এ সময়, পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
একই দিনে, ৪০ বিজিবি’র জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি এর সভাপতিত্বে পলাশপুর জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।