মাটির দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে বানু মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বানু মিয়া সাপমারা ঝিরির বাসিন্দা মৃত ওসমান গণির ছেলে।

সোমবার ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপমারা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

NewsDetails_03

এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বানু মিয়া বড় ভাইয়ের বাড়িতে একটি মাটির ঘরে একা থাকতেন। প্রতিদিনের মত রবিবার দিবাগত রাতেও তিনি ওই ঘরে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে সোমবার ভোর ৪টার দিকে মষুলধারে বৃষ্টি শুরু হলে ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে। এতে মাটির দেয়াল ভিজে ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান বানু মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল্লা রাজু নাহা জানান, দমকল বাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তাস্তর করেছে ।

আরও পড়ুন