মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার

NewsDetails_01

খাগড়াছড়ি নয়, উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পি পি এম (বার)। তিনি আজ সকালে রামগড় উপজেলার বীট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, খাগড়াছড়ির জেলার নয় উপজেলার কোথাও মাদক পাচারকারীদের ছাড় দেয়া হবে না। মাদক পাচারকারীদের আইনের আওতায়নে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার ২২শে আগষ্ট সকাল ১১ টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে রামগড় থানার আয়োজনে বীট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃনাজিম উদ্দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল।

NewsDetails_03

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর বলেন দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার রামগড় স্থলবন্দর শিক্ষা সংস্কৃতিতে ঐতিহ্যবাহী জনপদ। এখানে বিভিন্ন সম্প্রদায়ের সৌহাদ্য পূর্ণ বসবাস। সহসাই রামগড় স্থলবন্দরের কার্যক্রম শুরু হলে এই জনপদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে সেই লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ কাজ করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন রামগড় পার্বত্য অঞ্চলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুচক্রী মহল যাতে সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে না পারে, পুলিশ প্রশাসন সহ সকলকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

বিট পুলিশিং সভায় আরো বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, সাংবাদিক নিজামুদ্দিন লাভলু, কাউন্সিলর আনোয়ারা বেগম, বীট পুলিশের প্রচার সম্পাদক মোঃ এরশাদুল্লাহ, ও শ্রমিক নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।

এ সময় রামগড় থানার আওতাধীন বীট পুলিশের পাঁচটি ইউনিটের সদস্যরা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন