মাদকের বিরুদ্ধে বান্দরবানে মোটর সাইকেল শোভাযাত্রা

NewsDetails_01

মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে বান্দরবানে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে একদল যুবক । শুক্রবার সকালে বান্দরবান ব্রাদার হুড বিডি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । সকাল ৮ টায় বান্দরবান রাজার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের পর্যটন কেন্দ্রের উদ্দেশ্য যাত্রা করেন। এসময় যুবকেরা বান্দরবান থেকে কাপ্তাই দীর্ঘ ১৬৬ কিলোমিটার সড়কে মোটর সাইকেল চালান এবং পথে পথে বিভিন্ন স্থানে দাড়িঁয়ে পথচারীদের মাদকের ক্ষতিকর দিক সর্ম্পকে অবহিত করেন এবং মাদক থেকে যুব সমাজকে দূরে থাকার আহবান জানান। ব্রাদারহুড বিডি এর সমন্বয়কারী সিফাতুল রহমান জানান, বান্দরবানের বিভিন্ন উপজেলার যুব সমাজের প্রায় ৫ শত মোটর সাইকেল চালকেরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে । মাদকের বিরুদ্ধে পাহাড়ের পথে পথে আমাদের এই প্রচাররণা ।

আরও পড়ুন