মানবসেবায় বান্দরবানের একজন রানা চৌধুরী

NewsDetails_01

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতংক বিরাজমান আর এই অবস্থার মধ্যে বান্দরবানের গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য করোনা প্রতিরোধে মাস্ক ও হাত ধোয়ার সাবান দিল বান্দরবানের রানা চৌধুরী।

বান্দরবান সদরের বোমাং রাজার কার্র্যালয়ের নীচে অবস্থানরত ভাই ভাই অটো পার্টসের কর্নধার রানা চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বান্দরবান সদরের বিভিন্ন স্থানে এই সামগ্রী প্রদান করে। এই সময় বান্দরবান সদরের উজানীপাড়া সমিল এলাকা, বরিশাল পাড়া, ট্রাফিক মোড়, রোয়াংছড়ি বাসস্টেশান,ক্যাচিংঘাটা,কালাঘাটাসহ বিভিন্ন স্থানে গরীব ও অসহায় জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে একটি করে মাস্ক ও একটি হাত ধোয়ার সাবান প্রদান করা হয়।

NewsDetails_03

ভাই ভাই অটো পার্টসের কর্ণধার রানা চৌধুরী বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ সংকট থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমি এই রোগের প্রাদুর্ভাব দেখে আতংকিত হয়েছি তাই আমার ব্যক্তিগত উদ্যোগে বান্দরবানের ৩০০পরিবারের জন্য মাস্ক ও হাত ধোয়ার সাবান প্রদান করলাম।

আরও পড়ুন