মানবাধিকার দিবসে রাঙামাটিতে বিএনপির মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন কর্মসূচির আওতায় রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ রোববার বেলা ১১টায় কাঠালতলী এলাকার প্রধান সড়কের পাশে বিএনপির কার্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানবাধিকার লঙ্ঘনের শিকার গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিসহ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবীতে স্লোগান দেয় নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ান, কেন্দ্রিয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনৃর রশিদ মামুনসহ জেলা ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।