মানসিক ভারসাম্যহীনদের শীতবস্ত্র বিতরণ

purabi burmese market

শেষ পৌষের তীব্র শীতে বিপর্যস্ত সারাদেশের জনজীবন। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও দিন দিন তাপমাত্রা কমছে। সাথে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই তীব্র শীতে খোলা আকাশের নিচে, রাস্তার ধারে ঘুমানো মানসিক ভারসাম্যহীনদের শীত কষ্ট দূর করতে এগিয়ে এলেন ক্যাউচিং মারমা নামে এক ব্যক্তি। তিনি মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক। গতকাল বুধবার রাতের আঁধারে কনকনে শীতে বাজার-ঘাট, বাসস্ট্যান্ড ও শহরের অলিগলি খুঁজে ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে কম্বল, সোয়েটার ও মোজা পরিয়ে দেন। এছাড়া আরও প্রায় ৩০ জন দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই ব্যক্তি। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি ও খাগড়াছড়ি বøাড ডোনারস্ এসোসিয়েশনের তরুণ সেচ্ছাসেবীরা তাকে সহায়তা করেন। ক্যাউচিং মারমা বলেন, মানসিক ভারসাম্যহীন এসব শীতার্তদের কষ্ট উপলব্ধি করে সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ালেই অটুট থাকবে সম্প্রীতির বন্ধন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।