খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় মানিকছড়ি উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী রাজ শ্যামা কালী মন্দির থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার মন্দিরে এসে শেষ হয়।
এ সময় আলোচনায় সভায় সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েদ মহাম্মুদ হাসিব, আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি কালী মন্দির উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন,সম্পাদক মাঈন উদ্দীন,সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক,শ্রীশ্রী রাজ শ্যামা কালী মন্দির সভাপতি বাদল কান্তি সেন,সম্পাদক তুষার পাল প্রমূখ।