মানিকছড়িতে বখাটেকে কারাগারে প্রেরণ

NewsDetails_01

বখাটে নুরুল আবছার
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে নুরুল আবছার(৩০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মানিকছড়ি উপজেলার মরাডলু গ্রামের বাসিন্দা খোর্শেদ আলমের মেয়েকে উত্ত্যক্ত করে পুরাতন উপজেলা এলাকার রফিক মিয়ার ছেলে নুরুল আবছার। ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে বখাটেকে গণধোলাই দেয়। জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ তাকে হেফাজতে রাখে। পরে বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শুক্রবার পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।
মানিকছড়ি থানার সাব ইন্সপেক্টর গৌতম চন্দ্র দে জানান, ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ বখাটে যুবককে আটক করে। ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বখাটের বিরুদ্ধে মামলা করার পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন