ইউপি সূত্রে জানা গেছে,বাটনাতলী ইউনিয়ন পরিষদে এলজি এসপি (৩) প্রকল্পে মাধ্যমে এ উপকরণ গুলো বিতরণ করা হয়েছে। এসময় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী তামান্না মাহমুদ অফিসার, বিশেষ অতিথি ছিলেন পাড়া কেন্দ্রে উপজেলা প্রকল্প ব্যবস্থাপক ফরিদুল আলম,এপিএম জগ¦দীস চাকমা ইউপি সদস্য লাব্রেচাই মারমা,আব্দুল মোমিন, সিনিয়র পাড়া কর্মী চিংক্রা চৌধুরী প্রমূখ।