খাগড়াছড়ির মানিকছড়ির বুদংপাড়াস্থ নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত নামা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মানিকছড়ি থানা পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে পুলিশ অজ্ঞাত এ লাশটি উদ্ধার করে।

মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের বুদংপাড়ার অদূরে গহীণ জঙ্গলের একটি ডুমুর গাছে গলায় ফাঁস লাগানো অজ্ঞাত নামা এক যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আনুমানিক ৩০-৩২ বয়সী যুবকটি মানিকছড়ি এলাকার নয়। তবে ধারণা করা হচ্ছে যুবকটিকে কোথাও থেকে অপহরণ করে এনে নির্যাতন চালিয়ে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রকিব জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরত হাল করেছে। আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।