মানিকছড়িতে শংকর মঠ ও মিশনের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NewsDetails_01

মানিকছড়িতে শংকর মঠ ও মিশনের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খাগড়াছড়ির মানিকছড়িতে শংকর মঠ মিশনের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত শ্রী শ্রী বিশ^শান্তি গীতাযজ্ঞ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এসময় গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত করেন শংকর মঠ ও মিশন শীতাকুন্ডের অধ্যক্ষ শ্রী শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গীরি মহারাজ, গীতাযজ্ঞ পাঠ করেন মুক্তানন্দ মহারাজ,সন্তোষ নন্দ গিড়ি মহারাজ,রামনন্দ গিড়ি মহারাজ,প্রনবানন্দ গিড়ি মহারাজ,উত্তমানন্দ গিড়ি মহারাজ।
মানিকছড়ি শংকর মঠ ও মিশনে সভাপতি বাহাদুর কর্মকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা যুবলীগ নেতা সামায়ুন ফরাজী সামু,জেলা যুব লীগ নেতা রফিকুল ইসলাম,সনাতন সমাজ কল্যান পরিষদে কেন্দ্রীয় কমিটির সম্পাদক সজল বরণ সেন,বিশিষ্ট ব্যবসায়ি রুপেন পাল, ডা.অমর দত্ত,ডা.দীপন কর্মকার ও মানিকছড়ি গিড়ি মৈত্রী কলেজের প্রভাষক প্রফেসর মো.মনিক হোসেন প্রমূখ।

আরও পড়ুন