আজ শনিবার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে মহামুনি বৌদ্ধ বিহার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন ম্রাগ্য মারমা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জয়নাল আবেদীন,সম্পাদক মো.মাঈন উদ্দীন,সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক,ওসি আব্দর রশিদ, গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডা.অমর দত্ত, মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংশে প্রু মারমা, সাধারণ সম্পাদক রিপু মারমা কংজ প্রু, ল্রাবেঅং মারমা।
এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় মারমা নারী-পুরুষ ও শিশু-কিশোরদের বিভিন্ন ঐতিহ্যবাহী পোঁশাক পড়ে জুম চাষে বিভিন্ন উপকরণ প্রদর্শন করেন।