বান্দরবানের লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম সরকারি সফরে মালয়েশিয়া ও থাইল্যান্ড গমন করেছেন। শুক্রবার রাত ১২টার দিকে ১৭ সদস্যের দলের সাথে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। ১৭ সদস্যের দলের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সিনিয়র এ্যাসিসটেন্ট সেক্রেটারিসহ দেশের ১৪ জন পৌরসভা মেয়র রয়েছেন।
লামা পৌরসভা সূত্র জানায়, “আরবান ডেভেলাপমেন্ট এবং প্লানিং” প্রকল্পের আওতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ববধানে সোস্যাল ট্রেনিং কোর্সে অংশ গ্রহনের জন্য ১৭ সদস্যের দলের সাথে পৌর মেয়র জহিরুল ইসলাম মালয়েশিয়া ও থাইল্যান্ড গমন করেন।
আরো জানা গেছে, তিনি আগামী ৭ মার্চ পর্যন্ত মালয়েশিয়া এবং ৭ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত থাইল্যান্ড অবস্থান শেষে দেশে ফিরবেন। গত বছরের ৩১ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে মো. জহিরুল ইসলাম প্রথমবারের মত লামা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তার বিদেশ সফরে লামা পৌরবাসীসহ সকলের দোয়া কামনা করেন তিনি।