মিথ্যা মামলা থেকে সন্তানের মুক্তির দাবীতে লামায় সংবাদ সম্মেলন
সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে সন্তানের মুক্তির দাবীতে বান্দরবানের লামা উপজেলায় সংবাদ সম্মেলন করেছে অসহায় মা ফাতেমা বেগম।
আজ রবিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীর আগা গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. রমজান আলী, সর্দার সোনা মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাঈদ হোসেনের বিধবা মা ফাতেমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সাঈদ হোসেন ঘটনার ৫-৭ দিন আগে থেকে অসুস্থ স্ত্রীকে নিয়ে চকরিয়ার হাসপাতালে ভর্তি ছিল। ঘটনার দিন আমার ছেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে প্রসূতি স্ত্রীকে নিয়ে পাগলির আগা হয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় সাঈদ হোসেনকে থানায় নিয়ে যায় পুলিশ। এক পর্যায়ে অস্ত্রসহ আটক ব্যক্তিদের সাথে আমার ছেলেকেও ৫৪ ধারায় গ্রেফতার (সাধারণ ডায়েরী নং ৬১২, তারিখ- ১৬ মার্চ ২৩ইং এবং কুমারী পুলিশ ক্যাম্প সাধারণ ডায়েরী নং ৩১৪, তারিখ- ১৫ মার্চ ২৩ইং) দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়। আমার ছেলে কোন দিন কোন অপরাধের সাথে জড়িত ছিল না। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। একটি কুচক্রী মহল প্রতিহিংসা মূলক পুলিশকে প্ররোচিত করে আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমার ছেলে সাঈদ হোসেনের মুক্তি চাই।
এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য কুতুব উদ্দিন মিয়া বলেন, সাঈদ হোসেন দীর্ঘ ৪-৫ বছর যাবত আমার অফিসে গ্রাম্য শালিসীর বৈঠকের আয়োজনের কাজে নিয়োজিত ছিল। তার ব্যাকগ্রাউন্ড ভালো বিধায় তাকে আমার সাথে রেখেছি। ঘটনার সময় আমি বান্দরবান সদরে ছিলাম। পরে মোবাইল ফোনে অস্ত্র সহ দুই ব্যক্তি আটকের ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক লামা থানা পুলিশকে জানাই। আরও জানতে পারি যে, ঘটনার অনেক্ষণ পর সাঈদ হোসেন প্রসূতি স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ীতে ফেরার সময় কিছু জিঙ্গাসাবাদ করার নাম করে গাড়িতে তুলে নেয় পুলিশ।
এদিকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৫৪ ধারার মামলার তদন্তকারী কর্মকর্তা সাসফেক্ট এর ভিত্তিতে আটক সাঈদ হোসেন সহ অপর ২ জনকে অস্ত্র আইনের মামলায় আসামী করা হয়েছে।