মিরপুরে শুরু হলো দু’দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ

ঢাকার মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী অ্যাডভান্স কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩

শুক্রবার (২ জুন) সকালে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সোতোকান অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা সংগঠক হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত ক্য শৈ হ্লা ।

NewsDetails_03

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়না চৌধুরী প্রমুখ।

এবারে বাংলাদেশ সোতোকান অ্যাসোসিয়েশনের প্রায় ৩৫০ জন সদস্য এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছেন।

এবারের ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঐতিহ্যবাহী কারাতে সমিতি’র চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক মাহমুদ বামবুয়ানি।

বাংলাদেশ সোতোকান অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, সারাদেশ থেকে প্রায় ৩৫০ জন এবার প্রশিক্ষণ নিচ্ছেন। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন