মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বর্তমান সরকার: দীপংকর তালুকদার

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ব‌লেন, জা‌তির সুর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান ও সু‌বিধা দি‌য়ে‌ছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

আজ শ‌নিবার বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষ‌দের উদ্যো‌গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের প্রতি সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

NewsDetails_03

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা দিয়েছে। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরিসহ ভাতা বৃদ্ধি করে দিয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের এ সব সুযোগ-সুবিধা ভ‌বিষ্য‌তে ক্রম‌ান্ব‌য়ে বাড়তে থাকবে।

অনুষ্ঠা‌নে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিপুল ত্রিপুরা সহ জেলা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুন