চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ শনিবার (৫সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড রাঙামাটি জেলার আহ্বায়ক নুর আজাদ চৌধুরী, সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী, সদস্য সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, উত্তম দেবনাথ, দিদারুল আলম ও রবি বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। বক্তারা ওই সংসদ সদস্যের পদত্যাগ ও দল থেকে বহিস্কারসহ মুক্তিযোদ্ধা সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ এবং বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর সন্তান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানান।