মুক্তিযোদ্ধা সমাবেশে হামলার প্রতিবাদে রাঙামা‌টিতে মানববন্ধন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামা‌টি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ শ‌নিবার (৫সেপ্টেম্বর) সকালে রাঙামা‌টি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় বক্তব্য রাখেন, মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড রাঙামাটি জেলার আহ্বায়ক নুর আজাদ চৌধুরী, সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী, সদস্য সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, উত্তম দেবনাথ, দিদারুল আলম ও রবি বড়ুয়া।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রা‌মে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হামলা এক‌টি ন্যাক্কারজনক ঘটনা। বক্তারা ওই সংসদ সদস্যের পদত্যাগ ও দল থেকে বহিস্কারসহ মুক্তিযোদ্ধা সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ এবং বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর সন্তান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানান।

আরও পড়ুন