সোমবার সকালে জেলা শহরের বাস স্টেশন এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের বিভিন্ন স্থানে অবৈধ দখল রোধ করতে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন ।
এসময় মুক্তিযোদ্ধার স্মৃতি ফলকের উপর থাকা জনসাধারণের বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয় এবং তাদের সর্তক করে ভবিষৎতে স্মৃতি ফলকে কোন মালামাল না রাখার নিদের্শ দেন অভিযান পরিচালনা কারি দলটি। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা, পুলিশের সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনসাধারণের কল্যাণের স্বার্থে এই ধরণের অভিযান আগামীতে ও চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন।