মৃত গরুর মাংস বিক্রির দায়ে থানচির শিলা বৃস্টি রেস্টুরেন্টে জরিমানা

বান্দরবানে থানচি উপজেলা সদরের বাজারে শিলা বৃস্টি রেস্টুরেন্টে মরা গরুর মাংস (তরকারী) বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার ৯ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা ম্যাজিস্ট্রেট মুহা: আবুল মনসুর এ জরিমানা আদায় করেন।

জানা যায়, থানচি বাজারে এক পাহাড়ী মৃত গরুর মাংস বিক্রি করতে আসেন, সেখান থেকে কাস্টমারদের বিক্রির লক্ষ্যে শিলা বৃষ্টি রেস্টুরেন্টের মালিক মো: মনির হোসেন গরুর মাংস বিক্রেতা নিকট থেকে কম মূল্যে ৫ কেজি মরা গরুর মাংস ক্রয় করেন।

NewsDetails_03

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক কে অবহিত করেন। অবহিত হওয়া পর পর ওসি ইমদাদুল হক থানা উপ-সহকারী পরিদর্শক এএসআই রাজিব ও সঙ্গীয় ফোর্স নিয়ে শিলা বৃস্টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করে।

পরে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উপজেলা ম্যাজিস্ট্রেট মুহা: আবুল মনসুর শিলা বৃস্টি রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মো: মনির হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে পশুর জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ১৭ ধারা লঙ্ঘন ও ২৪ দ্বারা শাস্তি অনুযায়ী নগদ ৫,০০০ টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, পাহাড়িদের মরা গরুর মাংস খাওয়া জায়েজ আছে, তাই তাদের জন্য এটা কোন অপরাধ না হওয়ার কারণে মাংস বিক্রেতাকে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন